Behind Enemy Lines (2001)
এই মুভি সিরিজে চার টা মুভি আছে আর এইটাই প্রথম। যুদ্ধের সময় শত্রুর এলাকায় জীবন বাঁচানোর প্রাণপণ লড়াই নিয়ে এই মুভি। এই মুভিতে অভিনয় করেছে ওয়েন উইলসন, জিন হ্যাকম্যান, ভ্রাদিমির ম্যাশকভ সহ অনেকে। পরিচালনা করেছে জন মুর। এই মুভি যুদ্ধ কম সারভাইভাল বেশি।
যুদ্ধ সব সময় ভয়ানক। কিন্তু যুদ্ধ চলাকালীন শান্তিচুক্তি তে কি যুদ্ধ শেষ হয়ে যায়! আমি তো মনে করি শান্তিচুক্তির নামে শুরু হয় গণহত্যা। কিছুটা এই রকম ছিল এই মুভি। আবার হাজার হাজার শত্রুর সাথে একজন পাইলটের বুদ্ধিদীপ্ত ভাবে বেঁচে থাকার লড়াই। যা মোটেও সহজ ছিল না শত্রুর এলাকায়।
হালকা স্পয়লার
ন্যাটো দক্ষিণ বসনিয়া তে সার্বিয়ানদের সাথে শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করেছে। কিন্তু ইউএস নেভি তাদের বেজ থেকে কিছু ছবি সংগ্রহ করার জন্য দুইজন পাইলট সহ এফ-১৮ পাঠায়। এর মধ্যে এক পাইলট ছিলেন লেফটেন্যান্ট ক্রিস বার্নেট। ছবি তুলার সময় এফ-১৮ কে দেখে ফেলে সার্বিয়ান সৈন্যরা। তারপর তাদের লক্ষ করে দুটা মিসাইল ছাড়ে।
মিসাইলের কারণে এফ-১৮ ধ্বংস হইলে দুজন প্যারাসুট দিয়ে নিচে নামলে জানতে পারে তারা শত্রুর এলাকায় আছে। সার্বিয়ান সৈন্যরা একজন কে ধরে সাথে সাথে হত্যা করে। আর পালিয়ে বাঁচতে থাকে আরেকজন পাইলট লেফটেন্যান্ট ক্রিস বার্নেট। যে কিনা এই চাকুরী ছাড়তে চাইতেছে। তাহলে সে কি বাঁচতে পারবে? শেষ টা কি হবে?
ক্রিস বার্নেটের চরিত্রে অভিনয় করেছে ওয়েন উইলসন। আর তিনি অভিনয় করেছেন অসাধারণ। তার বেঁচে থাকার লড়াই ভালো ভাবেই উপভোগ করেছি। ভালো অভিনয় করেছে। জিন হ্যাকম্যানের অভিনয় ভালো লেগেছে। এছাড়াও ভ্রাদিমির ম্যাশকভ ভালো ছিল।
সিনেমাটোগ্রাফি অসাধারণ ছিল। ভিএফএক্স গুলো ভালো লেগেছে। বিজিএমও যথেষ্ট ভালো ছিল। ওয়ার মুভি গুলো আলাদাভাবে ভালো লাগা তৈরি করে। আপনার যারা দেখছেন জানাবেন কেমন লেগেছে।