কথা ছিল ১৭ তারিখ মুক্তি পাওয়ার। কিন্তু, খানিকটা চমক দিতেই কিনা নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই মুক্তি দেয়া হলো মুভিটি অনলাইন প্ল্যাটফর্মে। এমনটা করে আমি মনে করি, একদিক থেকে ভালোই করেছে। কারণ, মুভিতে কোনো চমক ছিল না। আহামরি তো দূরে থাক, বেশ সাদামাটা গল্প নিয়ে এগিয়ে গেছে ‘Bhoot Police’। মুভির কনসেপ্ট দেখলে অনেকেই ‘Ghostbusters’ এর কথা স্মরণে আনবেন এটাই স্বাভাবিক। শুধু এখানে ভারতীয় মালমসলা ব্যবহার হয়েছে, এটুকুই। এছাড়া, এই মুভিতে আছে অর্জুন কাপুর। যা অবশ্যই হলিউডের সেই বিখ্যাত সিনেমায় মিসিং ছিল।
আসা যাক কাহিনীতে। বিভূতি (সাইফ আলী) আর চিরনজি (অর্জুন), দুই ভাই ভূত ভাগানোর কাজ করে থাকে। বিভূতি এসব ভূতপ্রেতে একদমই বিশ্বাস করতো না। মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের ঠকিয়ে আয় করাই তার কাজ। তবে, চিরনজি নিজেদের তান্ত্রিক বাবার মতো ভূতে বিশ্বাস রাখতো। এরপর, মায়া (ইয়ামি গৌতম) আসে তাদের দুজনের কাছে। এদের বাবা মেলাবছর আগে একটি দুষ্ট আত্নাকে তাড়িয়েছিল, যা আবার ফিরে এসেছে। এখান থেকে গল্প এগিয়ে যেতে থাকে।
তবে, কাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা ছিল ধারণা করে নেয়ার ক্ষমতা। অর্থাৎ, অনেকটাই প্রেডিক করে ফেলতে পারবেন, সামনে কি হতে চলেছে। এর জন্য বিশাল সিনেমাস্টার হওয়ারও দরকার নেই। জ্যাকুলিনের ক্যারেক্টার আসার পরের ১৫ মিনিটেই বুঝে যাবেন, আগামী ৪০ মিনিট পর কি রহস্য উন্মোচন হতে যাচ্ছে। এছাড়া, স্ক্রিনপ্লে একটু স্লো হয়ে যায় মাঝেরদিকে। কিন্তু, শেষ দেখে মনে হবে তাদের ট্রেন চলে যাবে তাই দ্রুত ফিনিশিং দিতে হয়েছে। যদিও ক্লাইম্যাক্স মোটেও পছন্দ হয়নি।
তাহলে কি ভালো কিছুই নেই এই মুভিতে?
আছে, সেটা সাইফ আলী খান। তার ক্যারেক্টারটা যতটা না মজার, পাশাপাশি শেষ অবধি আপনাকে ধরেও রাখবে। তাছাড়া ইয়ামিও বেশ প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আর জ্যাকুলিনও প্রত্যাশার চেয়ে ভালোই পারফরমেন্স দিয়েছে, বলতে গেলে ক্যারেক্টারটা মানিয়েছে। মুভির হিউমারও খুব চোখে পড়ার মতো। জনপ্রিয় কিছু পপ-কালচার রেফারেন্সও ফুটে উঠেছে এখানে। এর বাইরে, অযথা গান ব্যবহার হয়নি। কারণ, গানের প্রয়োজন ছিল এমন পরিস্থিতি একবারও মুভিতে আসেনি। যেটার জন্য স্যালুট পরিচালককে। কেননা, অধিকাংশ সময় বলিউডে এই বেমানান কাজটা করতে দেখা যায়। দরকার নাই, তবুও গান ঢুকিয়ে দিবেই। পরিশেষে, একবার দেখার মতো ছিল কমেডি-হরর জনরার ‘Bhoot Police’। সবশ্রেণির মানুষের জন্যই বানানো হয়েছে মুভিটি, মানে এমন কোনো দৃশ্য নেই যেটা স্কিপ করতে হবে।